বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ, আনচেলত্তির ক্ষোভ উদ্যাপনে
- By Jamini Roy --
- 27 October, 2024
লা লিগার প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে নিজ মাঠে ৪-০ গোলের বড় হার দেখেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৪ মিনিটে বার্সেলোনার রাফিনিয়া শেষ গোলটি করেন। সেই গোলের পর বার্সার কোচ হান্সি ফ্লিকের সহকারীদের উদ্যাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, বার্সার বেঞ্চের সামনে উদ্যাপন ছিল রিয়ালের দিকে অভদ্রোচিত ইঙ্গিত।
আনচেলত্তি জানান, “ফ্লিকের সঙ্গে নয়, তার সহকারীর সঙ্গে একটু সমস্যা হয়েছিল। সহকারী আমাদের বেঞ্চের সামনে অভদ্রোচিতভাবে উদ্যাপন করছিল। আমি ফ্লিককে বিষয়টি স্বাভাবিকভাবে জানিয়েছি, সেও এতে একমত।” ম্যাচ শেষে বার্সার কোচ ফ্লিকও বলেন, “আমি জানি না ঠিক কী হয়েছে, তবে এমন কিছু হয়তো ঘটেছে যা উপযুক্ত নয়।”
ম্যাচের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের কোচ হতাশ হলেও, তিনি দলের পুনরুদ্ধার ও ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন। আনচেলত্তি মনে করিয়ে দেন ২০২১-২২ মৌসুমের ইতিহাস, যেখানে একই ব্যবধানে ঘরে বার্সেলোনার কাছে হার সত্ত্বেও রিয়াল লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয় করেছিল। আনচেলত্তি বলেন, “আমাদের হাল ছাড়লে চলবে না, সামনে আরও লম্বা মৌসুম বাকি।”
এই ম্যাচের জয়ে বার্সেলোনা লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান মজবুত করেছে। কোচ ফ্লিক জানিয়েছেন, “আমরা ছন্দে আছি এবং এই জয় উপভোগ করব। খেলোয়াড়দের দুই দিনের ছুটি দিয়েছি।” ফ্লিকের অধীনে প্রথম এল ক্লাসিকোতে বার্নাব্যুতে জয় পাওয়া বার্সার জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।